অর্থনীতি

বাণিজ্য মেলায় ‘দুরন্ত’ বাইসাইকেলের বিশেষ ছাড়

দেশের তৈরি বাহারি রং, মনমাতানো ডিজাইন আর গুণগতমানের ‘দুরন্ত’বাইসাইকেল বাণিজ্য মেলায় নিয়ে এসেছে দেশের বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘দুরন্ত’। সময় সাশ্রয়ী আর নিরাপদ ভ্রমণে তরুণদের জন্য ‘দুরন্ত’ ব্র্যান্ডের ১০টি নতুন মডেলসহ ২৪টি সাইকেলে মেলায় দেয়া হচ্ছে বিশেষ ছাড়।মেলায় ‘দুরন্ত’ স্টলের ইনচার্জ মো. কামাল হোসেন জাগো নিউজকে জানান, পরিবেশবান্ধব নিরাপদ আকার-আকৃতিসহ সবদিক থেকেই এই বাইসাইকেল আধুনিক মানের। ‘দুরন্ত’ এক্সপ্রেস ২৫০ কেজি ওজন বহন করতে পারে। ব্রেক করলে সামনে ও পেছনে উভয়দিকে জাম্প করে। ফলে দুর্ঘটনা এড়ানো যায়। দামও হাতের নাগালে। আর মেলা উপলক্ষ্যে ক্রেতাদের জন্য সব ধরণের সাইকেলে দেয়া হচ্ছে ১০ শতাংশ বিশেষ ছাড়।জানা গেছে, লাল, কমলা, আকাশী আর কালোসহ বিভিন্ন রঙ্গের ১৬ থেকে ২৬ ইঞ্চি বিভিন্ন আকারের বাইসাইকেল পাওয়া যাচ্ছে ‘দুরন্ত’র স্টলে। ছেলেদের জন্য রয়েছে ভেন্টুরী ভয়েজ, গ্ল্যাডিয়েটর্স জেন্টস, রানডাউন জেন্টস, এভেঞ্জার রি-কয়েলস ব্ল্যাক, পাওয়ার, এনার্জি নামের বিভিন্ন আকৃতির সাইকেল। নারীদের জন্য রয়েছে ক্যামেলিয়া, দোলা, ডুলকি, ডেইজি গার্ল, অ্যাঞ্জেলেনা লেডিস। আর শিশুদের জন্য ক্যামেলিয়া, এক্সট্রিম, ডাইসি ও সবার জন্য ক্লাসিক, দুর্জয় নামে নতুন বাইসাইকেল নিয়ে এসেছে ‘দুরন্ত’। সর্বনিম্ন ৪ হাজার ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ‘দুরন্ত’ ব্র্যান্ডের এসব বাইসাইকেল।মেলায় বাইসাইকেল কিনতে এক তরুণ ক্রেতা ইব্রাহীম খান জাগো নিউজকে বলেন, যানজটপূর্ণ রাজধানী ঢাকায় একমাত্র সহজ ও নিরাপদ বাহন হচ্ছে বাইসাইকেল। আর সাইকেল চালালে শরীর মন দুটোই ভালো থাকে। সেজন্যই সাইকেলই কিনতে এসেছি। আমি তেজগাঁও কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র। কমলাপুর থেকে কলেজ যেতে প্রতিদিন দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে। এখন কলেজ যেতে সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিনিট লাগবে।মেলায় ক্ষুদে বাইসাইকেল ক্রেতা হাফিজ। পঞ্চম শ্রেণির ছাত্র হাফিজ মিরপুর থেকে মা বাবার সঙ্গে মেলায় এসেছে। তিনি বলেন, মা বলেছেন ভালো রেজাল্ট করলে সাইকেল কিনে দিবো। পঞ্চম শ্রেণিতে আমার রোল নাম্বার ২ হয়েছে। আমি এখন পড়বো আর সাইকেল চালাবো। এসআই/জেডএইচ/আরআইপি

Advertisement