কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি অস্ত্র-গুলি ও ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
Advertisement
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোরের দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন-ক্যাম্প ২২ এর রশিদ আহমদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭)।
১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক এতথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
এপিবিএন সূত্র জানায়, চাকমারকুল অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বি/৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছেন—এমন তথ্য পেয়ে অভিযানে যান এপিবিএন সদস্যরা। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে রোহিঙ্গা শিবিরের ভেতরে অবস্থিত উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পাশের কাঁচা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এপিবিএন অধিনায়ক।
সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম
Advertisement