রাজনীতি

জনগণই খালেদাকে ধিক্কার জানাচ্ছে : শেখ সেলিম

মুক্তিযুদ্ধ এবং শহীদদের সংখ্যা নিয়ে খালেদা যে বিতর্ক সৃষ্টি করেছেন তাতে জনগণ তাকেই ধিক্কার জানাচ্ছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সোমবার বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।   তিনি বলেন, মহান মুক্তিযোদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেজর জিয়াকে অনুরোধ না করলে খালেদা জিয়াকে ঘরে তুলতেন না। আর ঘরে না তুললে তিনি স্বামী পরিত্যক্ত হয়ে বাহিরে ঘুড়ে বেড়াতেন। আজ সেই বঙ্গবন্ধুকে নিয়েই খালেদা কটূক্তি করার দৃষ্টতা দেখিয়েছেন।সেলিম বলেন, মুক্তিযুদ্ধ এবং শহীদদের সংখ্যা নিয়ে খালেদা যে বিতর্ক সৃষ্টি করেছেন তাতে জনগণ তাকেই ধিক্কার জানাচ্ছে। বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কারাগারে বঙ্গবন্ধুর কবর খনন করা হয়েছিল। তিনি পাকিস্তান সরকারের কাছে মাথানত করেননি। মূলত ভারত এবং রাশিয়ার চাপের কারণেই বঙ্গবন্ধুকে ফাঁসি কাষ্ঠে ঝোলাতে পারেনি পাকিস্তান সরকার। খালেদা জিয়ার রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ডের কারণে তার দেশে থাকার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। এসএ/এএসএস/এমএম/এসএইচএস/পিআর

Advertisement