বিনোদন

ফেব্রুয়ারিতে সেন্সরে যাচ্ছে জয়ার পুত্র

বর্তমানে ছবিটির এডিটিং চলছে। কাজ প্রায় শেষের দিকে। সব গুছিয়ে এনে আসছে এপ্রিলে প্রতিবন্ধী দিবসেই ‘পুত্র’ ছবিটি মুক্তি দিতে চান পরিচালক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই জানালেন মডেল ও অভিনেত্রী জয়া আহসান।এদিকে ছবির পরিচালক মান্নু জানালেন, ‘সব কাজ শেষ করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে সেন্সরে জমা দেব ছবিটি। এপ্রিলে অটিজম ডে উপলক্ষে ছবিটি মুক্তি দিতে চাই। তবে সেটা নির্ভর করছে সেন্সরের উপর।বিশেষ শিশুদের গল্প নিয়ে দেশে প্রথমবারের মতো নির্মিত ‘পুত্র’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিলো গেল বছরের ১৮ অক্টোবর থেকে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে। এরপর ডিসেম্বর পর্যন্ত কাজ চলে ঢাকা, গাজীপুর এবং রাজবাড়ির বিভিন্ন লোকেশনে।অটিজমের সঠিক ধারণা, অটিস্টিকদের সৃজনশীলতা এবং সামাজিক মুল্যবোধের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের চলচ্চিত্র অঙ্গনে যুক্ত হতে যাচ্ছে ‘পুত্র’ শিরোনামের এই নতুন চলচ্চিত্রটি।এ চলচ্চিত্রে অটিস্টিক একটি ছেলের মূল চরিত্রে অভিনয় করছে নবাগত শিশুশিল্পী ‘লাজিম’। শিশুটির বাবা এবং মায়ের চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস’ ও অভিনেত্রী শেওতি। চলচ্চিত্রটিতে শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান।বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় চলচ্চিত্রটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। হারুন রশীদের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। ডিওপি হিসেবে রয়েছেন নাভিদ খান চৌধুরী।চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন লায়লা হাসান, সাবেরী আলম, আহসান হাবীব নাসীম, শর্মী মালা, করভী মিজান, আল মামুন, রাজীব সালেহীন ও জ্যোতিকা জ্যোতি।এলএ/আরআইপি

Advertisement