নেত্রকোনার পূর্বধলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী টপি আক্তারকে (২৮) পিটিয়ে হত্যার অভিযোগে কুদরত আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
Advertisement
রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্ত্রীর মাথায় আঘাত করে হত্যার অভিযোগে ওঠে তার বিরুদ্ধে।
নিহত টপি আক্তার একই উপজেলার জারিয়া ইউনিয়নের মেঘাপাড়া গ্রামের আব্দুল কাসেমের মেয়ে।
Advertisement
নিহতের বড় ভাই কাজল মিয়া বলেন, নয় বছর আগে টপি আক্তারের সঙ্গে কুদরত আলীর বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই টপিকে মারধর করতেন কুদরত আলী। কুদরত আলীকে কয়েক দফায় প্রায় চার লাখ টাকা যৌতুক দেওয়া হয়। প্রায় দেড় মাস আড়ে ফের দুই লাখ টাকা যৌতুক চায় কুদরত আলী। এ টাকা না দেওয়ার শনিবার রাত ৮টার দিকে কুদরত আলী চুলের মুঠি ধরে ঘরের পিলারের সঙ্গে মাথাকে ঠেকিয়ে হত্যা করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় টপির ভাই কাজল মিয়া বাদী হয়ে মামলা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/জিকেএস
Advertisement