ক্যাম্পাস

শাবিতে গ্রিন এক্সপ্লোর সোসাইটির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

পঞ্চম বর্ষে পা রাখল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রাবি) প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি।এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে সংগঠনটি। র্যালিটি পুরো ক্যাম্পাস ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানেই কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। কেক কাটার পর সংগঠনের প্রাক্তন-নবীন সবাই একসঙ্গে বসে স্মৃতিচারণমূলক আড্ডার আয়োজন করে।এ সময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সংগঠনের উপদেষ্টা স্থাপত্য কলা বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক সাহা, সংগঠনের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, অনিমেষ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক রাফসান হোসাইন, বর্তমান সভাপতি অর্চিষ্মান দত্ত, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মজুমদারসহ সংগঠনের বর্তমান এবং সাবেক সদস্যরা।উল্লেখ্য, মানবতার জন্য শিখ এই মূলমন্ত্রকে সামনে রেখে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রিন এক্সপ্লোর সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ আসছে। এর মধ্যে রয়েছে সবুজ উৎসব, স্কুল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইনিং,শাবিপ্রবির জীববৈচিত্রের তথ্য সংগ্রহে কয়েকটি জরিপ, বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে সেমিনার এবং কর্মশালা। আব্দুল্লাহ আল মনসুর/এআরএ/আরআইপি

Advertisement