তথ্যপ্রযুক্তি

আইসিটি অলিম্পিয়াডের প্রয়োজনীয়তা নিয়ে বৈঠক

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবতায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের কনফারেন্স হলে বিকাল ৪টায় এই গোলটেবিল বৈঠক শুরু হয়।

Advertisement

আশরাফুল ইনসান ইভান এর উপস্থাপনায় এই গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দ আলমাস কবীর, সভাপতি বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের আহবায়ক শামিমা বিনতে জলিল, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর সোহাগ মিয়া, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের সিইও মনির হোসেন, হুইসেলের চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার খান, হুইসেলের সিইও আরেফীন দিপুসহ আরও অনেকে।

বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে গোলটেবিল বৈঠক শুরু হয়। শুরুতেই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর সোহাগ মিয়া আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রয়োজনীয়তা বিষয়ে বক্তাগণ আলোকপাত করেন।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সিইও মনির হোসেন বলেন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মকে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

Advertisement

হুইসেলের চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে আমাদের প্রধান লক্ষ্য আইসিটি জ্ঞানকে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও হুইসেলের উদ্যোগে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সারাদেশব্যাপী অনুষ্ঠিত হবে।

কেএসকে/জিকেএস

Advertisement