একুশে বইমেলা

বইমেলার শেষ মুহূর্ত ভেবে স্টল খোলার আগেই ভিড়

১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বইমেলার সময়সীমা। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও রোববার (২৭ ফেব্রুয়ারি) মেলার সময় বাড়ানোর ঘোষণা দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

Advertisement

তবে অনেকেই এ ঘোষণা না জানায় মেলার শেষ মুহূর্ত ভেবে রোববার (২৭ ফেব্রুয়ারি) মেলা খোলার আগেই প্রবেশপথে অপেক্ষা করেছেন। এদিন দুপুর ২টার আগেই শতাধিক পাঠক-দর্শনার্থীকে মেলার প্রবেশপথে অপেক্ষা করতে দেখা গেছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে গিয়ে দেখা যায়, দুপুর ২টা বাজার আধঘণ্টা আগেই টিএসসি সংলগ্ন প্রবেশপথে লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ। দুপুর ২টা বাজার সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয় প্রবেশপথ।

সব বয়সী দর্শনার্থী প্রবেশপথের সারিতে

Advertisement

ইমন নামে একজন জাগো নিউজকে বলেন, ভাবলাম আজ একটু আগে যাই, যেন সবার আগে ঢুকতে পারি। কিন্তু এসে দেখি আমার আগেও অন্তত একশ মানুষ!

আরেকজন বলেন, দু-একটা বই পছন্দ করে রেখে গেছি। শেষ দিকে গেলে যদি আরেকটু ছাড়ে পাই, এজন্য নিতে এসেছি।

মেলার সময় বাড়ানো হয়েছে, জানতেন কি না প্রশ্ন করলে একাধিক দর্শনার্থী জানান, মেলা ২৮ তারিখ শেষ বলে জানতেন তারা। শেষের আগে বই নিতে এসেছেন।

মেলা খোলা হলেও সাজানো হয়নি স্টল

Advertisement

তবে মেলার ভেতরে গিয়ে দেখা যায়, দুপুর ২টায় খোলার সময় থাকলেও অধিকাংশ স্টলই খোলেনি। আবার অনেক স্টল খোলা হলেও বই সাজানো হয়নি।

মেলার প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে থাকা কোভিড নিরাপত্তাকর্মী রিয়াদ হাসান জাগো নিউজকে বলেন, আজ দুপুরে একটু ভিড় বেশি। সাধারণত ছুটির দিন ছাড়া খোলার সময় এত মানুষ আসেন না।

এমআইএস/এমএইচআর/জিকেএস