জাতীয়

ডিএনসিসির গণটিকাদান চলবে আরও দুদিন

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার সবাইকে টিকার আওতায় আনতে করোনাভাইরাসের প্রতিষেধক প্রথম ডোজের গণটিকাদান কর্মসূচির মেয়াদ আরও দুইদিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ফলে২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএনসিসি এলাকায় টিকা দেওয়া হবে।

Advertisement

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে কয়েকটি টিকাকেন্দ্র পরিদর্শন শেষে এ নির্দেশনা দেন তিনি।

পরে ডিএনসিসির এক নির্দেশনায় বলা হয়, কাউন্সিলররা নিজ নিজ অঞ্চলের সহকারী স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে সুবিধাজনক স্থানে টিকাদান বুথ স্থাপন করবেন। একই সঙ্গে ব্যাপক প্রচারের মাধ্যমে মানুষকে টিকা নিতে উৎসাহিত করবেন।

এমএমএ/আরএডি/জেআইএম

Advertisement