দেশজুড়ে

করোনা যত দ্রুত কেটে যাবে ভারতীয় ভিসা প্রক্রিয়া তত সহজ হবে

করোনা মহামারি যত দ্রুত কেটে যাবে ভারতীয় ভিসা প্রক্রিয়া তত সহজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

Advertisement

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রোটারি ক্লাব অব কুষ্টিয়াকে ভারত সরকারের দেওয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসা কেন্দ্র করার পরিকল্পনা আছে। দ্রুতই এ বিষয়ে উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

এছাড়া দোরাইস্বামী বাংলাদেশ-ভারতের মধ্যকার মধুর সম্পর্ক দিনদিন আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন।

Advertisement

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বাবু অজয় কুমার সুরেকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাট্টি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সরোয়ার জাহান বাদশাহ, সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খায়রুল আলম, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার নেতারাসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এমআরআর/জেআইএম