দেশজুড়ে

দিনাজপুরে জাল রাজস্ব স্ট্যাম্পসহ ২ ব্যবসায়ী আটক

দিনাজপুরের বিরল উপজেলায় জাল ডাকটিকিট ও রাজস্ব স্ট্যাম্পসহ দু`জন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার রাত পৌনে ১২টার দিকে বিরলের সাকই পলাশবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) সদস্যরা।আটকরা হলেন, মো. শফিউদ্দিন (৪৫) ও মো. শাহজাহান আলী (৪২)। তারা বিরল উপজেলার সাকই পলাশবাড়ী গ্রামের বাসিন্দা।দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর মাহমুদ জাগো নিউজকে জানান, আটকরা দীর্ঘদিন ধরে জাল ডাকটিকিট ও রাজস্ব স্ট্যাম্পের বাণিজ্য করে আসছিলেন। রোববার গভীর রাতে অভিযান চালিয়ে ৩ লাখ ৬৭ হাজার ৬শ` টাকা মূল্যের জাল ডাকটিকিট ও স্ট্যাম্পসহ তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন শফিউদ্দিন ও শাহজাহান।বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জাগো নিউজকে জানান, এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। মামলা নং ৯ তারিখ ১১.০১.২০১৬ ইং। আসামিদেরকে কোর্টে চালান করা হয়েছে।এমদাদুল হক মিলন/এমজেড/এমএস

Advertisement