দেশজুড়ে

টিকা নিতে গিয়ে পরিষদ ভবনের রেলিং ভেঙে আহত ৮

করোনার টিকা নিতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার কালমান ইউনিয়ন পরিষদ ভবনের রেলিং ভেঙে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

আহতরা হলেন- পারুল বেগম, পারভিন বেগম, নিবিয়া বেগম, রোমানা বেগম, সীমা বেগম ও শিশু জুলেখা বেগম। তবে আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গণটিকার কেন্দ্র হওয়ায় ওই ইউনিয়ন পরিষদের ভবনে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ টিকা নিতে আসেন। এ সময় টিকা প্রত্যাশীদের ভিড়ে ভবনের রেলিং ভেঙে আটজন আহত হন।

এ বিষয়ে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা জাগো নিউজকে বলেন, জরাজীর্ণ ভবনের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আহতদের চিকিৎসার দায়িত্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

Advertisement

জুয়েল সাহা বিকাশ/এসজে/জেআইএম