রাজনীতি

অনলাইনে আওয়ামী লীগের সমর্থক নিবন্ধন শুরু

সাম্প্রতিক সময়ে ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীদের প্রচার-প্রচারণা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় এবার অনলাইনে সমর্থক নিবন্ধনের কাজ শুরু করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।সোমবার দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে আওয়ামী লীগের সমর্থক হওয়ার আহ্বান জানিয়ে একটি ওয়েব লিংক শেয়ার করা হয়। লিংকটিতে একটি ভার্চুয়াল ফরম আছে। ফরমে যে কোন বাংলাদেশি নাগরিক তার নিজের নাম, ফোন নম্বর, জন্মতারিখ, ই-মেইল ঠিকানা ও নিজ জেলার নাম লিখে সেটি সাবমিট করে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হতে পারবেন।এছাড়া প্রতি মুহূর্তে হালনাগাদ করা হচ্ছে আওয়ামী লীগের ওয়েবসাইট ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফ্যান পেইজগুলো। অনলাইন প্রচারের অংশ হিসেবে পোস্টার, ছবি, উন্নয়নের গ্রাফিক্স চিত্রের পাশাপাশি ভিডিও ও অডিও ক্লিপ অনলাইনে প্রকাশ করছে আওয়ামী লীগ।

Advertisement

এআরএস/এমএস