অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি পুরণ ও অন্যান্য অসঙ্গতি দূরিকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)`র শিক্ষকরা। সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনে অচল হয়ে পড়েছে জাবির শিক্ষা কার্যক্রম।দেশের সকল সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ (সোমবার) সকাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত এই লাগাতার কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করেছেন।বিশ্ববিদ্যালয়ের সকল ইন্সস্টিটিউট ও অনুষদের সকল বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সকাল থেকে অধিকাংশ বিভাগেই ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে বাংলা, দর্শন ও জার্নালিজম বিভাগে ক্লাস এবং নৃবিজ্ঞান বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভাগগুলোতে প্রশাসনিক কার্যক্রম চলতে দেখা গেছে।উল্লেখ্য, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০১৫ সালের ৮ জুন থেকে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়নের দাবিতে এবং প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামোয় অসম্মানজনক সুপারিশের প্রতিবাদে ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন’ ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করছেন।হাফিজুর রহমান/আরএস/পিআর
Advertisement