দেশজুড়ে

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

বান্দরবানে মংসিং শৈ মারমা (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়ায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত মংসিং শৈ মারমা উপজেলার নতুন পাড়ার নিসামং মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মংসিং শৈ মারমা (৩৬) নিজ বাড়ির পুকুরে গোসল করতে গেলে পাহাড়িসন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়ায় মংসিং শৈ মারমা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়াছে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। আঞ্চলিক সংগঠন জেএসএস (মূল) এ হত্যাকাণ্ড ঘঠিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এফএ/এএসএম

Advertisement