ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় তেলবোঝাই ট্যাংক লরিতে আগুন লাগার ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বভাবিক হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বেলা সোয়া ১১টার দিকে বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকা থেকে তেল নিয়ে একটি ট্যাংক লরি মহাসড়কে আসার পথে মহাসড়ক সংলগ্ন একটি ব্রিজে লরিটির ধাক্কা লাগলে তেলের ট্যাংকটি লিকেজ হয়ে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর
Advertisement