আন্তর্জাতিক

জালিয়াতির অভিযোগে আদালতে স্পেনের রাজকন্যা

অর্থ জালিয়াতি ও কর ফাঁকির অভিযোগে স্পেনের রাজকন্যা ক্রিস্টিনা সোমবার আদালতে হাজিরা দেবেন। দেশটির রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে কোন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ বছর বয়সী এই রাজকন্যা স্প্যানিশ রাজা ফিলিপের বোন। তার বিরুদ্ধে স্বামীকে কর ফাকি ও অর্থ জালিয়াতিতে সহায়তার অভিযোগ আনা হয়েছে। এদিকে রাজপরিবার এ বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে।অভিযোগে বলা হয়েছে, রাজকন্যার স্বামী ইনাকি উরদাগারিন ৫৫ লাখ ইউরো সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। রাজকন্যা ডাচেস অফ পালমা তাতে সহযোগিতা করেছেন। তদন্ত প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বলা হয়েছে, রাজকন্যা সেই কোম্পানির বোর্ড মেম্বার ছিলেন। তারা দুজনেই কর ফাঁকি দিতে নিজেদের আয় সম্পর্কিত তথ্য লুকিয়েছেন।আদালতে দোষী সাব্যস্ত হলে স্পেনের এই রাজকন্যার ৮ বছরের কারাদণ্ড হতে পারে। তবে রাজকন্যা ক্রিস্টিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন। এসব অভিযোগ ওঠার পর রাজা ফিলিপ তার বোনের রাজকীয় উপাধি বাতিল করেছেন। এসআইএস/এমএস

Advertisement