লাইফস্টাইল

জুতার উপর নির্ভর করে সাহায্যের প্রাপ্যতা

রাস্তায় বিপদে পড়লে অপরিচিত পুরুষের কাছ থেকে সাহায্য পাবেন কিনা তা নির্ভর করে অনেকটা জুতার ওপর। চমকপ্রদ এক গবেষণায় বলা হয়েছে, নারীর পায়ের জুতোর হিলের উচ্চতার ওপর নির্ভর করে তিনি কতটুকু সাহায্য পাবেন। ফ্রান্সের ব্রেটাজিন-সুদ বিশ্ববিদ্যালয়ের এক দল এ গবেষণা করেন।এ গবেষণায় বলা হয়, নারীর জুতোর হিলের উচ্চতা যত বেশি হবে পুরুষের মনে তাকে সাহায্য করার ইচ্ছেও তত বাড়বে। তবে হিলের উচ্চতার ওপর অন্য নারীর কাছ থেকে সাহায্য পাওয়া যাবে কিনা তার কোনো গ্যারান্টি দেওয়া হয়নি গবেষণায়।প্রধান গবেষক নিকোলাস গুয়েগুয়েন বলেন, এ কাজে মাঠপর্যায়ে কাজ করা হয়েছে। জুতোর বিভিন্ন ডিজাইন ব্যবহার করে দেখা হয়েছে সাহায্য পাওয়ার ক্ষেত্রে তারতম্য ঘটে কিনা। হিলবিহীন জুতো পরে সাহায্য চাইলে তা পাওয়া যায় কিনা তা যেমন দেখা হয়েছে, তেমনি দেখা হয়েছে হিল থেকে কোনো সুবিধা আসে কিনা। আবার একই নারীকে ভিন্ন জুতো পরিয়ে দেখা হয়েছে সাহায্য পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় কিনা।এ গবেষণায় দেখা গেছে, হিলের উচ্চতা পুরুষদের মনে প্রভাব ফেলে। পোশাক বা অন্য কিছু নয়, হিলের কারণেই পুরুষের মনে পরিবর্তন আসে।এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে গবেষকরা জানান, সাধারণত যৌন আবেদনময়ী মডেলরা হাই হিলের জুতো পরেন। তাই উঁচু হিলের মাঝে পুরুষরা সেক্সি আবেদন খুঁজে পান। আর সেক্সি নারীকে কোন পুরুষ সাহায্য না করে থাকবেন?এ গবেষণা প্রতিবেদনটি `সেক্সুয়াল বিহেভিয়ার` জার্নালে প্রকাশিত হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

Advertisement