আন্তর্জাতিক

কিয়েভে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা

ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সৈন্যরা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ‘শত্রুরা’ ওবোলোনে পৌঁছে গেছে। এটি কিয়েভ শহরের কেন্দ্রস্থল, পার্লামেন্ট থেকে মাত্র নয় কিলোমিটার দূরে।

Advertisement

মলোটভ ককটেল বা পেট্রল বোমা তৈরি করে লড়াইয়ে অংশ নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। অন্যদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ারও পরামর্শ দিয়েছে তারা।

টুইটে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শান্তিপ্রিয় বাসিন্দারা সতর্ক থাকুন। ঘর ছেড়ে বাইরে বের হবেন না।

কিয়েভে অবস্থানরত সাংবাদিকরা এর আগে গোলাগুলির শব্দ পাওয়ার খবর জানিয়েছিলেন। এখন শহরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তারা।

Advertisement

Оболонь pic.twitter.com/24JiKGx0yO

— Алчевськ UA (@AlchevskUA) February 25, 2022

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ওবোলোনের রাস্তা দিয়ে রুশ ট্যাংক চলাচল করতে দেখা গেছে। স্থানীয় কেউ ঘরের ভেতর থেকে ভিডিওটি ধারণ করেছেন। বিবিসি এর সদস্য নিশ্চিত করেছে।

সূত্র: বিবিসি বাংলা

কেএএ/এমএস

Advertisement