স্বাস্থ্য

কেন্দ্রই বন্ধ, টিকা নিতে এসে ভোগান্তিতে মানুষ

ছুটির দিন থাকায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) টিকা দেওয়া হয়নি রাজধানীর মধ্যবাড্ডা এলাকায়। ভোর থেকেই এ এলাকার অনেকেই কেন্দ্রে টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন। তবে শনিবার এ ওয়ার্ডের বাকিদের দেওয়া হবে বলে জানা গেছে।

Advertisement

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মধ্যবাড্ডা ব্যাপারী টাওয়ার সংলগ্ন গণটিকাদান কেন্দ্রে গিয়ে এমনটি দেখা যায়।

যদিও আজ (শুক্রবার) রাজধানীসহ সারাদেশে করোনার টিকাকেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েও দেয় সরকারি এ সংস্থাটি।

সরেজমিনে দেখা যায়, ব্যাপারী টাওয়ারের পাশেই মধ্যবাড্ডা সোসাইটির প্রবেশ গেট। যেখানে বৃহস্পতিবার গণটিকা দেওয়া হয়েছে। তবে আজ গেট বন্ধ করে বসে আছেন সিকিউরিটি গার্ড।

Advertisement

টিকা সম্পর্কে জানতে চাইলে সিকিউরিটি গার্ড মাসুদ মিয়া জানান, গতকাল (বৃহস্পতিবার) গণটিকা দেওয়া হয়েছে। কাউন্সিলর নিজেই উপস্থিত থেকে টিকা দিয়েছেন। বৃহস্পতিবার টিকা দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া ছিল। আজ টিকা দেওয়া হবে এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে, এর পরেও ভোর থেকেই অনেকেই এসে টিকা দেওয়া হবে কি না তা জানতে চেয়েছেন।

আবার কবে টিকা দেওয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, বৃহস্পতিবার অনেকেই লাইনে দাঁড়িয়েও টিকা পাননি। পরে তারা কাউন্সিলরকে বলেন, ‘এত কষ্ট করে টিকার জন্য দাঁড়িয়ে রইলাম, তাও পাইলাম না।’ পরে কাউন্সিলর তাদের জানিয়ে দেন- ‘শনিবার টিকা দেওয়া হবে।’

কত সংখ্যক লোক বাদ পড়েছে জানতে চাইলে মাসুদ মিয়া বলেন, প্রায় ১০০ লোকের কাছাকাছি হবে। তবে যারা লাইনে দাঁড়িয়েও টিকা পাননি, তারা ব্যতীত ২১নং ওয়ার্ডের বাকি সবাই টিকা পেয়েছেন কি না সে ব্যাপারে জানাতে পারেননি তিনি।

ব্যাপারী টাওয়ার মার্কেটে একাধিক দোকানির সঙ্গে কথা বলে জানান যায়, শুক্রবার টিকা দেওয়া হবে এমন কোনো ঘোষণা তারা শোনেননি। তবে বৃহস্পতিবার সারাদিন কয়েকশ লোকের ভিড় ছিল মার্কেটের সামনে।

Advertisement

এ ব্যাপারে যোগাযোগ করলে ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি বলেন, টিকা দেওয়া হচ্ছে। জনগণের মধ্যে আগ্রহ আছে। গণটিকার আওতায় শনিবারও (২৬ ফেব্রুয়ারি) টিকা দেওয়া হবে। আমার এলাকার অর্ধেকের বেশি জনগণ টিকা নিয়েছে বলে আমি আশাবাদী। তবে, কত সংখ্যক নিয়েছে ও বাকি আছে তা আপাতত বলতে পারছি না। আশা করি শতভাগ টিকার আওতায় আনতে পারবো।

তিনি আরও বলেন, শুক্রবার টিকাকেন্দ্র খোলা রাখার বিষয়ে কোনো নির্দেশনা আছে বলে আমার জানা ছিল না। আমাদের বলা হয়েছিল ২৩, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি গণটিকাদান হবে। ২৫ ফেব্রুয়ারির (শুক্রবার) বিষয়ে নির্দেশনা ছিল না। তবে সিটি করপোরেশনের একটি গাড়ি আজ টিকা দিতে আসবে বলে জানতাম। সেটি এখনো আসেনি।

এমআইএস/কেএসআর/জিকেএস