সাহিত্য

মাহবুব হাসান- এর কবিতা

ভয়ের দরোজা খুলে দিলামজয়ের দরোজাগুলো বন্ধকে করলো এ-কাজ?ক্ষয়ের দরোজাগুলো হাট করাপড়ছে জনজীবনে অবিরাম বাজ!নিঃশব্দের দরোজায় তালা মারা!কারা যেন ফিসফাস করে সারাবেলা!কালবেলা! কালবেলা!! কালবেলা!!!আমি ভয়ের দরোজার খিল খুলে দিলামদাঁড়ালাম সিনা টান করে একাত্তরের মুক্তিযোদ্ধা।দুই. নিঃশব্দকে ধরে আনলাম সুন্দরবনের গহীন থেকেজনজীবনের খলবলে স্রোতের মধ্যে ছেড়ে দিলাম,থেমে গেলো মানুষের প্রতিবাদের কলরব,মিটিং-মিছিলের শ্লোগান,বাজার-সদাইয়ের আওয়াজআশা-আকাক্ষার বাতি নিভে গেলো!থেমে গেলো প্রেমিক যুবক-যুবতীর মিহি কণ্ঠস্বর!অন্তর গেলো বনবাসে,সে কোনো সন্ত্রাসে নেই, সে ভালোবাসে মানুষের কলকাকলি, কর্মময় জীবনের ঘানিকানাকানি এবং ক্ষমতার টানাটানি,আর প্রতিবাদ প্রতিরোধের ইতিহাস!আমি টেনে আনি এই সব বেফাঁস কথামালা।০৪/০১/১৬পমোনা, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্রএইচআর/এমএস

Advertisement