মেক্সিকোয় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ফুটবল দলের খেলোয়াড় ও তাদের স্বজন রয়েছে। রোববার সকালের দিকে দেশটির ভেরাক্রুজ রাজ্যে এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভেরাক্রুজ অঙ্গরাজ্যের সিভিল ডিফেন্সের প্রধান ইয়োল্যান্দা গুতিয়েরেজ বলেন, বাসটিতে একটি ফুটবল দলের খেলোয়াড়সহ ৪৫ যাত্রী ছিলেন। দ্রুতগতিতে ছুটে চলা বাসটি একটি ব্রিজের ওপর উঠে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে এটি করোডোবা শহরের আতোইয়াক নদীর মাঝখানে পড়ে যায়। এ ঘটনায় খেলোয়াড়সহ অন্তত ২০ যাত্রীর প্রাণহানি ঘটেছে। রাজ্য সরকার বলছে, বাসটি দ্রুতগতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো এক টুইটার বার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে এ ঘটনায় ওই বাসের চালক বেঁচে আছে কিনা তা এখনো পরিষ্কার নয়। এছাড়া আহত অন্য ২৫ জনের অবস্থা সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।এসআইএস/এমএস
Advertisement