তথ্যপ্রযুক্তি

মার্সিডিজ বেঞ্জকে পেছনে ফেললো বিএমডব্লিউ

আন্তর্জাতিক বাজারে ২০২১ সালে বিক্রিত বিলাসবহুল গাড়ির হিসাবে স্বদেশী মার্সিডিজ বেঞ্জকে পেছনে ফেললো জার্মানির বিএমডাব্লিউ। ২০২১ সালের প্রিমিয়াম গাড়ির ক্ষেত্রে বৈশ্বিকভাবে শীর্ষ ব্র্যান্ড হিসেবে বিএমডাব্লিউ স্বীকৃতি পেয়েছে বলে এক লিংকড-ইন পোস্টে জানিয়েছেন বিএমডাব্লিউর হেড অব সেলস পিটার নোতা।

Advertisement

২০২১ এ ডেলিভেরি সংখ্যা যাচাই করা হচ্ছে, যদিও পুরো বছরের বিশ্লেষণ এখনো প্রকাশ পায়নি। ডাইমলার এজি ব্র্যান্ডের তুলনায় এটাকে অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

বিএমডাব্লিউর এমন দাবির পরিপ্রেক্ষিতে মার্সিডিজ বলছে, গাড়ি উৎপাদন শিল্পে প্রয়োজনীয় উপাদানের গত বছরের প্রথমার্ধ থেকে সংকট থাকায় বাজারে এর প্রভাব পড়েছে।

বিশ্বব্যাপী চাহিদা পূরণে উৎপাদন বাড়াতে কাজ করবে বলেও জানিয়েছে মার্সিডিজ।

Advertisement

প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছেন, বিএমডাব্লিউ ২০২১ সালের প্রথম নয় মাসে ১৭ লাখ গাড়ি বিক্রি ডেলিভারি করেছে, যা প্রতিদ্বন্দ্বী মার্সিডিজ বেঞ্জের থেকে ১ লাখ ১২ হাজার বেশি।

এলএ/কেএসকে/জিকেএস/জেআইএম