জাতীয়

বকেয়া বেতনের দাবিতে আলেশা মার্ট কর্মচারীদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে তেজগাঁওয়ের নাসির টাওয়ারে বিক্ষোভ শুরু করেন তারা।

Advertisement

আলেশা কার্ডের বরিশাল বিভাগের টেরিটরি সেলস ম্যানেজার জাগো নিউজকে বলেন, গত বছরের অক্টোবর থেকে আমাদের বেতন দেওয়া হয়নি। দেবো, দিচ্ছি করে দিন পার করা হচ্ছে। এছাড়া চাকরি শুরুর পর থেকে টিএ-ডিএ দেওয়া, বিল ভাউচারের টাকা পরিশোধ করা হয়নি। আমাদের অধীনে ৪০-৫০ জন এরিয়া সেলস ম্যানেজার কাজ করেন। তাদেরও বেতন দেওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি। এসব এরিয়া সেলস ম্যানেজারদের অধীনে কয়েক হাজার টিও আছেন, তাদের কারোরই বেতন হয়নি।

তিনি বলেন, এসব বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না। এজন্য আমরা আজ সমবেত হয়েছি। তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা এসেছি।

এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

Advertisement

এসএম/কেএসআর/জিকেএস