স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনা মৃত্যু নেই সাত বিভাগে

দেশের আট বিভাগের মধ্যে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সাত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ সময়ে শুধু ঢাকা বিভাগে পাঁচজন মারা গেছেন।

Advertisement

বুধবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯৯৫ জনে। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫১৫ ও নারী ১০ হাজার ৪৮০ জন। মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, বুধবার পর্যন্ত মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ১২ হাজার ৭৩৫ জনের মৃত্যু হয়। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে পাঁচ হাজার ৮৪১ জন, রাজশাহীতে দুই হাজার ১৩২ জন, খুলনায় তিন হাজার ৭০৭ জন, বরিশালে ৯৭৫ জন, সিলেটে এক হাজার ৩১৯ জন, রংপুরে এক হাজার ৪০৯ জন ও ময়মনসিংহ বিভাগে ৮৭৭ জনের মৃত্যু হয়। দেশে ২০২০ সালের ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।

এদিকে রাজধানীতে মৃত পাঁচজনের মধ্যে পুরুষ চারজন ও নারী একজন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জন ও বেসরকারি হাসপাতালে একজন মারা যান।

Advertisement

একই সময়ে করোনা শনাক্তে নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ২৯৮ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার পাঁচ দশমিক শূন্য ৫৮ শতাংশ।

এমইউ/একেআর/জেআইএম