আন্তর্জাতিক

রাশিয়ার ৩৫১ আইনপ্রণেতার ওপর ইউক্রেনের নিষেধাজ্ঞা

রাশিয়ার ৩৫১ আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের পার্লামেন্ট এ নিষেধাজ্ঞার অনুমোদন দেয়। বিশেষ করে পূর্ব ইউক্রেনের দুই এলাকাকে স্বাধীনতার স্বীকৃতিতে রুশ পার্লামেন্টে যারা ভোট দিয়েছেন তাদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

নিষেধাজ্ঞার ফলে এসব আইনপ্রণেতা ইউক্রেনে ভ্রমণ করতে পারবেন না। তাছাড়া তাদের সম্পত্তি, মূলধন, ব্যবসায়িক লাইসেন্সেও বাধা দেওয়া হবে। ইউক্রেনের আইনপ্রণেতারা নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ব্যাপক ভোট দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দুটি অঞ্চলকে ‘স্বাধীন’ রাষ্ট্র ঘোষণা ও সেখানে সেনা মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে রাশিয়ার পার্লামেন্টের পূর্ণ সমর্থন পেয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দেশটির আইনপ্রণেতারা ইউক্রেন নিয়ে ক্রেমলিনের সিদ্ধান্তের সমর্থন দেন।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতিত্ব করেন কনস্ট্যান্টিন কোসাচিভ। তিনি বলেন, ইউক্রেন সেনাদের কাছে ডনবাসের ‘শান্তি’ রক্ষায় কাজ করার জন্য প্রস্তাবনা পাঠানো হচ্ছে। সামরিক সংঘাত এড়াতেই এ পদক্ষেপ বলে উল্লেখ করেন জ্যেষ্ঠ আইনপ্রণেতারাও।

Advertisement

স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। রাশিয়ার জনগণ তার এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে বলেও আত্মবিশ্বাসী তিনি। এরপর ইউক্রেনের পার্লামেন্ট এই পদক্ষেপ নিলো।

এদিকে নিজ দেশের নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন। রাশিয়ায় বর্তমানে প্রায় ৩০ লাখ ইউক্রেনের নাগরিক বসবাস করছে। এমনকি অনেকেরই পরিবারের সদস্যরা এই দুই দেশেই অবস্থান করছেন।

এর পাশাপাশি জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থা জারির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি ড্যানিলোভ জানান, দোনেৎস্ক এবং লাহানস্ক ছাড়া অন্য সব অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হবে।

এমএসএম/টিটিএন/জিকেএস

Advertisement