বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ করোনাভাইরাস প্রতিরোধী টিকার তৃতীয় তথা বুস্টার ডোজ নেবেন।
Advertisement
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় তথা বুস্টার ডোজ নেওয়ার কথা রয়েছে সাবেক এ প্রধানমন্ত্রীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বছরের ১৯ জুলাই মডার্নার তৈরি করোনা টিকার প্রথম ডোজ নেন খালেদা জিয়া। এর একমাস পর ১৮ আগস্ট নেন টিকার দ্বিতীয় ডোজ।
Advertisement
গত বছরের ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এর ১৬ দিন পর ২৭ এপ্রিল থেকে পোস্ট কোভিড জটিলতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
কেএইচ/এমকেআর/এএসএম