মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
২৩ ফেব্রুয়ারি ২০২২, বুধবার। ১০ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা১৮৩১- সাপ্তাহিক ‘সংবাদ সুধাকর’ প্রকাশিত হয়।১৮৮৬- বিশিষ্ট রসায়নবিদ চার্লস মার্টিন হল মূল্যবান এ্যালুমিনিয়াম উৎপাদনের সূত্র আবিষ্কার করেন।১৮৮৭- ফ্রেঞ্চ রিভিয়েরায় ভূমিকম্পের ফলে প্রায় ২ হাজার মানুষ নিহত হন। ১৯৪৮- ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হয়। এমনকি গণপরিষদের অনেক বাঙালি সদস্যও তার বিরোধিতা করেন।১৯৫২- ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন।
জন্ম১৮৪০- বাঙালি সাহিত্যিক, মহাকাব্য মহাভারতের বাংলায় অনুবাদক কালীপ্রসন্ন সিংহ।১৮৯৭- মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক রাধারমণ মিত্র।১৯১৩- ভারতের প্রখ্যাত জাদুকর পি সি সরকার। আসল নাম প্রতুল চন্দ্র সরকার। তিনি অন্যতম একজন আন্তর্জাতিক জাদুকর ছিলেন, যিনি ১৯৫০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তার জাদু দেখিয়েছেন। তার অন্যতম প্রদর্শনী ছিল ইন্দ্রজাল প্রদর্শনী। এই প্রদর্শনী তিনি প্রথমে মঞ্চে ও তারপর টেলিভিশনে দেখিয়েছিলেন। ১৯৬৪ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।১৯৮৩- মার্কিন ইংরেজ অভিনেত্রী ও গায়িকা এমিলি ব্লান্ট।
Advertisement
মৃত্যু১৭৯২- ইংরেজ চিত্রশিল্পী জশুয়া রেনল্ডস।১৮২১- ইংরেজ কবি জন কিটস।১৮৫৫- জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী কার্ল ফ্রিড্রিশ গাউস।১৯৪৭- বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ হাকিম হাবিবুর রহমান। তিনি ছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহর একজন ঘনিষ্ঠ সহযোগী। ঢাকার উপর রচিত তার দুইটি গ্রন্থ আসুদগান-এ-ঢাকা এবং ঢাকা পাঁচাস বারাস পেহলে ঢাকার উপর দুইটি মৌলিক তথ্য সমৃদ্ধ গ্রন্থ। তার পাণ্ডুলিপি, মুদ্রা, অস্ত্র এবং শিল্পকর্মের বিশাল সংগ্রহ ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে হাকিম হাবিবুর রহমান সংগ্রহ নামে সংরক্ষিত রয়েছে। তার জন্মস্থান ছোট কাটরা মহল্লার নিকটস্থ হাকিম হাবিবুর রহমান লেন তার স্মরণে নামকরণ করা হয়েছে।১৯৬২- ভারতীয় চিত্রশিল্পী সুনয়নী দেবী।
কেএসকে/এএসএম