রাজধানীর নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটে বইয়ের দোকানে লাগা আগুন এক ঘণ্টায়ও নিয়ন্ত্রণ আসেনি। এক দোকান থেকে অন্য দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ১০টি ইউনিট কাজ করছে।
Advertisement
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, মার্কেটের লাভলী হোটেল থেকে আগুন বইয়ের দোকানে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে সেখানে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে যায়। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও তিনটি ইউনিট। সর্বশেষ আরও দুটি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ব্যবসায়ী ও স্থানীয়রাও।
এদিকে, নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন ছড়িয়ে পড়ায় রাজধানীর সায়েন্সল্যাব থেকে আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক বন্ধ রয়েছে। এসব সড়কে যানবাহন চলাচল করতে দিচ্ছে না পুলিশ।
Advertisement
এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জাগো নিউজকে জানান, নীলক্ষেত মোড় বাকুশা হকার্স মার্কেটে বইয়ের দোকানে আগুন লেগেছে। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
অন্যদিকে ভয়াবহ আগুনে ওই মার্কেটের অনেক দোকানের হাজার হাজার বই পুড়ে গেছে বলে জানা গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন।
টিটি/এএএইচ/এএসএম
Advertisement