রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) সশরীরে ক্লাস শুরু ও বাংলা বিভাগ চালু হওয়ায় নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা একে অপরকে মিষ্টিমুখ করান।
Advertisement
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-১-এ ক্লাস শুরুর আগে শিক্ষার্থীরা নাচ-গানের মাধ্যমে আনন্দ-উল্লাস করেন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-১।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু জাফর ও আফসানা মিমি আইভী জাগো নিউজকে বলেন, ‘করোনার কারণে দীর্ঘ ১৯ মাস সশরীরে ক্লাস বন্ধ ছিল। এতে সেশনজটের পাশাপাশি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। তারা হতাশায় ভুগছিলেন। সশরীরে ক্লাস শুরু হওয়ায় তারা অত্যন্ত খুশি ও আনন্দিত। এছাড়া বাংলা বিভাগ চালু হয়েছে। সবমিলিয়ে আমরা দিনটি আনন্দ-উল্লাসে কাটিয়েছি।’
Advertisement
বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল বলেন, ‘বাংলা বিভাগ চালু হওয়ায় আমরা সবাই খুশি। এছাড়া দীর্ঘদিন বন্ধের পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। এটা খুবই আনন্দের ব্যাপার।’
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম বলেন, ‘মহামারি পরিস্থিতি কাটিয়ে সশরীরে ক্লাসে ফেরাটা স্বভাবতই আনন্দের। আমরা আশা করছি যথাসময়ে সিলেবাস শেষ করে শিক্ষার্থীদের সঠিক সময়ে কোর্স শেষ করতে সক্ষম হবো।’
এসআর/এএসএম
Advertisement