যশোরের শার্শায় দুর্বৃত্তদের বোমা হামলায় আওয়ামী লীগের ছয় নেতা জখম হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি তাজা হাতবোমা উদ্ধার করেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।আহতরা হলো, জিরেনগাছা গ্রামের আলহাজ নজরুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা, ওয়াদুদ হোসেন, দায়পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে শাহ-আলম, মৃত মাজেদ হোসেনের ছেলে মাস্টার শহিদুল্লাহ, ছলেমানের ছেলে ছয়রুদ্দিন ও আব্দুর রাজ্জাকের ছেলে ময়নুদ্দিন। আহতদের মধ্যে শাহ-আলম ও গোলাম মোস্তফার অবস্থা আশঙ্কজনক। পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টার দিকে জিরেনগাছা গ্রামের রুহুল আমিনের নেতৃত্বে কয়েকজন যুবক ধারালো অস্ত্র ও হাতবোমা নিয়ে আলার মোড়ে জড়ো হতে থাকে। এ সময় সন্ত্রাসী হাসান ধর ধর বলে চিৎকার দিয়ে মাস্টার শহিদুল্লার উপর হামলা চালিয়ে দুই পায়ের রগ কাটার চেষ্টা করে।পরে মাস্টার শহিদুল্লার চিৎকারে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুটে আসে। এরপর সন্ত্রাসীরা কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় হাসানসহ আনুর আলী, খোরশেদ আলম, আবু তালেব, তাজউদ্দিন, রাজু ও রাসেলসহ ১৮/২০ জনের এক দল সন্ত্রাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলায় স্কুলশিক্ষকসহ ছয় আওয়ামী লীগ নেতা জখম হয়েছে। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করার আগে সন্ত্রাসী হাসান আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আবারো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানার এসআই সঞ্জিত মন্ডলকে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। জামাল হোসেন/এআরএ/আরআইপি
Advertisement