জাতীয়

অবশেষে পদত্যাগ করলেন বিমান এমডি কাইল

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অবশেষে পদত্যাগ করেছেন কাইল হেইড। এর ফলে গত কয়েকদিন ধরে চলা কাইলের পদত্যাগ গুঞ্জনের খবর অবশেষে সত্য হলো। রোববার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে পদত্যাগ করেন কাইল।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কাইল হেইড এখন দেশে নেই। দেশের বাইরে থেকেই তিনি বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামালউদ্দিন আহমেদ বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এরপর পদত্যাগের বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে অবহিত করা হয়। তিনি আরো জানান, নতুন নিয়োগের ক্ষেত্রে আগ্রহীদের ইন্টারভিউ নেবে বোর্ড। যোগ্যব্যক্তিই নিয়োগ পাবেন। তবে আমরা ধারণা করছি, আবারো কোনো বিদেশিকে এ দায়িত্ব দেওয়া হবে।এদিকে, কাইলের পদত্যাগের পর তার ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন উইং কমান্ডার (অব.) এম আসাদুজ্জামান। উল্লেখ্য, কিছুদিন ধরে গুঞ্জন ছিল কাইল পদত্যাগ করছেন।এএইচ/আরআইপি

Advertisement