রাজনীতি

বিএনপির ভাঙ্গন কেউ ঠেকাতে পারবে না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির ভাঙ্গন অপরিহার্য এবং সময়ের ব্যাপার মাত্র। এ দলের ভাঙ্গন কেউ ঠেকাতে পারবে না।রোববার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।হানিফ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভুল সিদ্ধান্ত এবং নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিএনপিরর ভেতরে অস্থিরতা কাজ করছে। কিছুদিন আগে বিএনপিরর এক সিনিয়র নেতা দল থেকে পদত্যাগ করেছেন। এখন আবার তাদের জোটে ভাঙ্গন তৈরি হয়েছে। এজন্য বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে দোষারোপ করেছেন।আওয়ামী লীগের এ নেতা বলেন, আওয়ামী লীগ দল ভাঙ্গনের রাজনীতিতে বিশ্বাস করে না। তা করতেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তাই তাদের এখন ভয় কাজ করছে।বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সোহরাওয়ার্দী উদ্যানের সোমবারের জনসভাকে জনসমুদ্রে পরিণত করে বিএনপির ভয়কে আরো বাড়িয়ে দেয়ার আহ্বান জানান হানিফ। একে/আরআইপি

Advertisement