আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত আরও প্রায় ১৪ লাখ মানুষ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৩ হাজার ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯ হাজার ১৮৪ জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৯৮ হাজার ৭৭৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২ কোটি ৬৩ লাখ ৮৯ হাজার ৫৮ জনে।

Advertisement

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৬০ হাজার ১৫৭ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ১ লাখ ৪৫ হাজার ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৬৬ জনের। তাদের মাঝে মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ৩৭১ জনের।

Advertisement

ছবি : সংগৃহীত

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ৫৯১ জনের। তাদের মাঝে মারা গেছেন ৬ লাখ ৪৪ হাজার ৬৯৫ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, তুরস্ক, ইতালি এবং স্পেন।

ওই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৪১ নম্বরে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৭৪ জনের। এছাড়া এখন পর্যন্ত ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Advertisement

এমএইচআর/জেআইএম