যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে পয়েন্ট ভাগাভাগি করেও খুশি বাংলাদেশ ও বাহরাইনের অলিম্পিক ফুটবল দল। রোববার সন্ধ্যায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দু’দলের হেড কোচ সন্তুষ্টি প্রকাশ করে পরবর্তী ম্যাচে আরও ভাল করার প্রত্যয় ব্যক্ত করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে রোববার যশোর স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক দল ও বাহরাইন ১-১ সমতায় ম্যাচ শেষ করে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ গঞ্জালো সানচেজ মোরিনো দলের খেলায় সন্তোষ প্রকাশ করেন। জানান, দলের পারফরমেন্সে তিনি খুশি। ছেলেরা কঠোর পরিশ্রম করে খেলেছে। দল হিসেবে এটি তাদের প্রথম একসাথে খেলা। তাই কিছু ত্রæটি-বিচ্যূতি থাকলেও ফলাফলে তিনি খুশি। আর যেহেতু বাহরাইন শক্তিশালী দল, তাই তাদের বিপক্ষে লড়াই করা কঠিন। এছাড়া মাঠও স্বাভাবিক আচরণ করেনি। কিছু সুযোগ হাতছাড়া হওয়ার পেছনে এটিও কারণ। তবে যে সুযোগগুলো এসেছিল তা কাজে লাগাতে পারলে জয়ও পাওয়া যেত। এখন দল গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচকে টার্গেট করে এগিয়ে যাবে।বাংলাদেশ দলের একমাত্র গোলদাতা ইউসুফ সিফাতও জানান, মাঠে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে তারা জিততে পারতেন। তবে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে এমন ফলাফলে তারা খুশি। এ ম্যাচের ত্রুটিগুলো সংশোধন করে পরবর্তী ম্যাচে তারা মাঠে নামবেন। অপরদিকে, বাহরাইনের হেড কোচ মারজান ঈদও ম্যাচের সমতায় খুশি। তিনি জানান, প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়ে তারা মাঠ ছেড়েছেন। পরবর্তী ম্যাচে ছেলেরা জয়ের জন্য মাঠে নামবে। আর ছেলেদের ওপর তার আস্থা রয়েছে। তারা পরবর্তী ম্যাচে সাফল্য নিয়েই পরবর্তী রাউন্ডে উঠে যাবে।তিনি দাবি করেন, এ ম্যাচে দু’দলেরই ফিফটি ফিফটি চান্স ছিল। এ ম্যাচে দু’দলই গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু একটির বেশি কোনো দলই কাজে লাগাতে পারেনি। সুযোগগুলো কাজে লাগানো গেলে জয় পাওয়া যেত বলেও তিনি উল্লেখ করেন।আইএইচএস/আরআইপি
Advertisement