প্রবাস

লেবাননে বৈরুত দূতাবাসে অমর একুশে পালন

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভার মাধ্যমে লেবাননে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বহুভাষায় জ্ঞানার্জন: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক প্রতিপাদ্যে দিবসটি পালন করে বৈরুত দূতাবাস।

Advertisement

অনুষ্ঠানের শুরুতেই লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি বৈরুত দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্থানীয় আওয়ামী লীগ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় ভাষা দিবসের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়াপাঠ করা হয়। এরপর বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।

এছাড়াও আলোচনা পর্বে স্থানীয় আওয়ামী লীগের নেতারা একুশের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

Advertisement

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সব ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলা ভাষা আজ বিশ্ব অঙ্গনে প্রতিষ্ঠা পেয়েছে।

আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারাসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

কেএসআর/এএসএম

Advertisement