অভাব কিংবা জরুরি প্রয়োজনে অনেকেই ঋণ নিয়ে থাকেন। তবে দীর্ঘদিন ঋণের বোঝা মাথায় নিয়ে চলা মোটেও ঠিক নয়। এর ফলে পারিবারিক ও দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।
Advertisement
দাম্পত্য কলহ থেকে শুরু করে ডিভোর্স পর্যন্ত হতে পারে ঋণী ব্যক্তিদের। এমনকি পরিবার, আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবের কাছ থেকেও বিচ্ছিন্ন হতে পারেন।
সম্প্রতি আমেরিকার ‘জাতীয় ঋণ সমীক্ষা’ বলছে প্রতি পাঁচ জনের মধ্যে তিন জন মার্কিন নাগরিকই জানাচ্ছেন যে, তারা ঋণগ্রস্ত অবস্থা পছন্দ করেন না মোটেও।
আর এ কারণে সঙ্গীর ঋণের অংশীদার হতে চান না বলে সম্পর্কে বিচ্ছেদ ঘটান অনেকেই। সমীক্ষা আরও বলছে, শতকরা ৫৪ জন মার্কিন নাগরিকের মতে, সঙ্গীর ঋণগ্রস্ত হয়ে পড়া বিবাহ বিচ্ছেদের জন্য যথেষ্ট বড় কারণ।
Advertisement
কারণ ঋণগ্রস্ত সঙ্গীর অর্থনৈতিক সমস্যার অংশীদার হতে চান না অনেকেই। কিন্তু কেন এমন হয়? বিশেষজ্ঞদের মতে, অনেক দম্পতির মধ্যেই অর্থনৈতিক অবস্থা নিয়ে স্বচ্ছতার অভাব আছে।
হ্যারিস পোলের অনলাইনে পরিচালিত সানট্রাস্ট ব্যাংকের সমীক্ষা অনুসারে, শতকরা ৩৫ শতাংশ মানুষ দাম্পত্য কলহের কারণ হিসেবে অর্থকে দায়ী করেন। অন্যদিকে প্রায় ৪৩ শতাংশ মানুষ সঙ্গীর কাছে লুকিয়ে যান ঋণের কথা। যা আর্থিক অবিশ্বাসের কারণ।
আর্থিক অবিশ্বাস হলো, যখন একজন অংশীদার ইচ্ছাকৃতভাবে অর্থের বিষয়ে সঙ্গীকে সত্য বলেন না। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের এক সমীক্ষা অনুসারে, সবচেয়ে বড় অর্থ-সম্পর্কিত মিথ্যা হলো, গোপন ক্রয় (৩১.৪শতাংশ), ঋণ লুকানো (২৮.৭ শতাংশ) ও আয় সম্পর্কে অসততা (২২.৬শতাংশ)।
তবে এটি মোটেও ইতিবাচক বিষয় নয়। অর্থনৈতিক অবস্থা সম্পর্কের যাপনের উপর অত্যন্ত বড় প্রভাব ফেলে, তাই অর্থনৈতিক টানাপড়েন নিয়ে অবগত থাকা উচিত দু’জনেরই।
Advertisement
স্বচ্ছতা থাকলে ঋণ নেওয়া ও ঋণ পরিশোধ দু’টি ব্যাপারেই থাকে সমান অংশীদারিত্ব। সে ক্ষেত্রে অর্থনৈতিক ভাবে খারাপ সময় এলে দু’জনের মধ্যে বজায় থাকে সমন্বয়।
ঋণ হয়তো আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঋণী ব্যক্তিরা সামাজিকভাবে লজ্জা ও বিব্রত বোধ করেন। ঋণ বহনকারীরা বন্ধু বা পরিবারের কাছ থেকে মুখ লুকিয়ে চলেন, বলে মত আমেরিকান ব্যংকরাপ্টেসি ইনস্টিটিউটের।
আবার ঋণের কারণে বিবাহিত দম্পতিরাও তাদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন বোধ করতে পারেন। এর ফলে দাম্পত্য জীবনে দেখা দিতে পারে হতাশা, বিষণ্নতা ও মানসিক চাপ। সব মিলিয়ে সম্পর্কে বিচ্ছেদও ঘটতে পারে।
সূত্র: সিএনবিসি
জেএমএস/জেআইএম