আন্তর্জাতিক

ইউক্রেনীয় বাহিনীর গোলায় ২ বেসামরিক নাগরিক নিহত, দাবি রুশপন্থিদের

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থিদের শহরে সরকারি বাহিনীর হামলায় দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) রুশ বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

Advertisement

স্বঘোষিত লুহানস্ক প্রজাতন্ত্রের প্রতিনিধির বরাতে আরআইএ বলেছে, রোববার রাতে শহরটিতে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের আরেক বিচ্ছিন্নতাবাদী শহর দোনেৎস্কে সোমবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

রাশিয়া বলেছে, তারা ইউক্রেনে সহিংসতা বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন।

১৮ ফেব্রুয়ারি দোনেৎস্কে বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি সংগৃহীত

Advertisement

প্রায় আট বছর ধরে ইউক্রেন সরকারের সঙ্গে দেশটির পূর্বাঞ্চলীয় রুশপন্থি বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। তবে গত কয়েকদিন বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোতে সহিংসতা হঠাৎ বেড়ে গেছে। ইউক্রেনীয় বাহিনী-বিদ্রোহী উভয়পক্ষ থেকেই পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া ইউক্রেন আক্রমণের জন্য যেকোনো ধরনের অজুহাত খুঁজছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের নতুন সংঘর্ষকে মস্কো সামরিক অভিযানের সেই অজুহাত হিসেবে তুলে ধরতে পারে।

এরই মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলো থেকে লোকজন সরিয়ে নিতে শুরু করেছে বিচ্ছিন্নতাবাদীরা। কিয়েভ সরকার তাদের বিরুদ্ধে যেকোনো সময় আক্রমণ চালাতে পারে অভিযোগ করে বেসামরিক নাগরিকদের রাশিয়ায় আশ্রয় নিতে বলেছেন বিচ্ছিন্নতাবাদী নেতারা।

কেএএ/জেআইএম

Advertisement