স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, টিকাগ্রহণে নারায়ণগঞ্জ অন্যান্য জেলার তুলনায় কিছুটা পিছিয়ে। এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সিভিল সার্জন, অন্যান্য উপজেলা পর্যায়েও সবাই কাজ শুরু করেছে। দুদিন ধরে এখানে টিকা কার্যক্রম অনেক জোরদার হয়েছে।
Advertisement
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, অনেক দিন ধরে আমরা ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যার জন্য সব জায়গায় যাচ্ছি। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের গণপ্রচারণা চলছে। সেই ক্যাম্পেইনটা জোরদার করার জন্য নারায়ণগঞ্জের পরিকল্পনাটা দেখা, সবার সঙ্গে আলোচনা করা। মেয়রের সঙ্গেও আমরা আলোচনা করেছি। কোন জায়গাগুলো চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়ে কথা বলেছি।
তিনি আরও বলেন, আমাদের টার্গেট করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়ে শেষ করা। কেউ যদি বাকি না থাকে তাহলে অবশ্যই ২৬ ফেব্রুয়ারি পর আর প্রথম ডোজ প্রয়োজন হবে না। এরপরও যদি কেউ বাদ থেকে যায় তাহলে বিবেচনা করা হবে।
Advertisement
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ওসি) আবুল আমিন, ৩০০ শয্যা হাসপাতালের সুপার আবুল বাশার, নারায়ণগঞ্জ সিভিল সার্জন মশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোস্তফা আলী ও ইউনিসেফ প্রতিনিধি ডা. ফারহানা।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস