বিনোদন

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ দিয়ে চালু হচ্ছে ‘শাপলা’ সিনেমা হল

জনপ্রিয় উপস্থাপক ও পরিচালক দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এ সিনেমার মাধ্যমে আবারও রংপুরের ঐতিহ্যবাহী শাপলা সিনেমা হল চালু হচ্ছে, যা অনেকদিন ধরেই বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন এই সিনেমা হলের পরিচালক মো. কামাল হোসেন।

Advertisement

তিনি বলেন, ‘ভালো সিনেমা না থাকায় অনেক দিন আমাদের শাপলা সিনেমা হলটা বন্ধ ছিল। কিন্তু এখন দেখছি নতুন ভালো ভালো অনেক সিনেমা আসছে। তাই পুনর্নির্মাণ করে শাপলাকে আবারও চালু করছি। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সচল থাকবে হলটি।

ওপেনিং সিনেমা হিসেবে ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ ২’ দেখানো হবে। সেদিন ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার পুরো টিম উপস্থিত থাকবে হলে। দর্শকের সঙ্গে সিনেমাটা দেখবেন তারা। আশা করছি আবারও সোনালি দিন ফিরে আসছে সিনেমায়। আবারও দর্শকরা হলে ফিরবে।’

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ সিনেমার পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘খবরটা যখন থেকে শুনেছি ভালো লাগছে নিজের কাছে। আমার সিনেমার মাধ্যমে রংপুরের ঐতিহ্যবাহী শাপলা সিনেমা হল আবার চালু হচ্ছে। তাই আমাদের ইচ্ছে আছে পুরো টিম নিয়ে ওপেনিং শো-তে শাপলা সিনেমা হলে থাকবো।’

Advertisement

এ খবরে উচ্ছ্বসিত নায়ক বাপ্পিও। তিনি বলেন, ‘আমি খবরটি জানার পর থেকেই আনন্দ পাচ্ছি। চারদিকে হল বন্ধের মিছিল। এমন সময় একটি সিনেমা হল চালু মানে অনেক কিছু। আর সেটা আমার সিনেমা দিয়ে হচ্ছে জেনেই আনন্দটা দ্বিগুণ। আমি রংপুরবাসীকে অনুরোধ করবো আপনারা হলে গিয়ে সিনেমা দেখুন।’

শূন্য দর্শকের পরে রিয়াজ-শাবনূরকে নিয়ে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। সিনেমাটি তখন সুপারহিট হয়। এবার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ বানিয়েছেন দেবাশীষ। তবে এটি সিক্যুয়াল নয়, শুধু নামটাই ব্যবহার হয়েছে বলে জানান পরিচালক।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় জুটি বেঁধেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। এছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রত, বি এম আজাদ প্রমুখ।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ সিনেমা বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজনা করেছে। এর কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস।

Advertisement

এমআই/এলএ/জেআইএম