বিনোদন

মানিকগঞ্জে শুরু হলো ঢাকা ড্রিমের শুটিং

‘সুতপার ঠিকানা’ খ্যাত নির্মাতা প্রসূন রহমান ‘ঢাকা ড্রিম’ নামে তার দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করছেন। দীর্ঘ প্রস্তুতি শেষে আজ রোববার, ১০ জানুয়ারি মানিকগঞ্জে শুরু হয়েছে ছবিটির চিত্রধারনের কাজ। ‘ঢাকা ড্রিম’ প্রত্যন্ত অঞ্চল থেকে জীবিকার প্রয়োজনে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমানো কিছু প্রান্তিক মানুষের গল্প। প্রথমবারের মতো ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা নানা পেশার কিছু মানুষের ঢাকায় আসবার পেছনের কারণ ও যাত্রার দিনের অন্যরকম এক ভ্রমণ অভিজ্ঞতার গল্প। যা একই সাথে পৃথক এবং সম্মিলিত। ঢাকা শহরে প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে। আর্ন্তজাতিক নানা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী বসবাসযোগ্যতার মানের দিক থেকে এ শহরের অবস্থান সবচেয়ে নীচে। কিন্তু এরপরেও মানুষ আসা থামছেনা কখনোই। থামানো যাচ্ছেনা। হয়তো জীবিকার প্রয়োজনে এদেশের মানুষের কাছে ঢাকায় আসা ছাড়া আর কোনো বিকল্প নেই। কেউ যেমন আসছে জীবিকার প্রয়োজনে, কেউ আসছে উচ্চশিক্ষার প্রয়োজনে, কেউ আসছে নদী ভাঙনের শিকার হয়ে। যারা আসছে তাদের কেউই আর ফিরে যাচ্ছেনা, ফিরে যেতে পারছেনা। রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, এমনকি শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ সবকিছুরই কেন্দ্রস্থল এইখানে। সবকিছুর ভারেই পদানত এই নগরী। এই স্বপ্ন ও স্বপ্নভঙ্গের শহর নিয়ে ধারাবাহিক ৩ টি চলচ্চিত্রের আয়োজনে সময়কে ধরবার চেষ্টায় প্রসূন রহমান নির্মাণ করছেন ‘ঢাকা ট্রিলজি’। ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রে আয়নাল ফকির নামের রহস্যময় অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এছাড়া জীবিকার সন্ধানে এবং নানামুখী স্বপ্নপূরণে ঢাকায় আসবার জন্যে পথে নামা আরো কয়েকজন প্রান্তিক মানুষের চরিত্রে অভিনয় করছেন- নওশাবা, শাহাদাত হোসেন, মুনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, ফজলুল হক, জয়নাল জ্যাক, মনোজ প্রামাণিক এবং নবাগত সেরা জামান। তাদের সাথে উল্লেখযোগ্য আরো কিছু চরিত্রে দেখা যাবে- আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, অশোক ব্যাপারী, জয়ীতা মহলানবীশ, কাজী শিলা, শারমিন আঁখি, খোরশেদ আলম, হামিদুর রহমান, স্পর্শা এবং জামাল রাজাসহ আরো অনেককে। ছবিটির চিত্রগ্রহনে রয়েছে- নিয়াজ মাহবুব। নির্মাতার প্রথম চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’র মতো ঢাকা ড্রিমেরও সঙ্গীত পরিচালনা করছেন বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিৎ। এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। যার একটিতে কন্ঠ দিয়েছেন শিল্পী বারী সিদ্দিকী। অন্য আরেকটিতে কন্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। ঢাকা ড্রিম ছবিটি নির্মিত হচ্ছে প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটর এর ব্যানারে।এলএ/আরআইপি

Advertisement