লাইফস্টাইল

প্রিয়জনের মন ভালো করার ৭ উপায়

ব্যক্তিগত জীবনে দৈনন্দিন নানা ঘটনার প্রভাব পড়ে। ফলে কখনো কখনো মন খারাপ কিংবা ভুল বোঝাবুঝি হওয়াটাই স্বাভাবিক।

Advertisement

এসব কারণে আপনার প্রিয়জনেরও মন খারাপ হতে পারে। আপনার কোনো ব্যবহার কিংবা কথাবার্তার কারণেও মন খারাপ হতে পারে তার।

তখন আপনার উচিত প্রিয়জনের মন ভালো করা। তবে কীভাবে প্রিয়জনের মন ভালো করবেন? জেনে নিন ৭ উপায়-

>> প্রিয়জনের মন খারাপ থাকলে তাকে সারপ্রাইজ দিতে নিয়ে যান সিনেমায়। আর সিনেমা হলে যেতে না পারলে দুজনে ঘরেই প্রিয় কোনো সিনেমা দেখতে পারেন।

Advertisement

>> সঙ্গীর মন ভালো করতে তাকে নিতে পারেন প্রিয় কোনো রেস্তোরাঁয়। প্রিয় খাবার খেলে কার না মন ভালো হয়ে যায়?

খাওয়ার পাশাপাশি প্রিয়জনের সঙ্গে গল্পে মেতে উঠুন। দেখবেন তার মন ভালো হয়ে যাবে মুহূর্তেই।

>> পারলে নিজেই রান্না করে খাওয়ান প্রিয়জনকে। তার পছন্দের খাবার যখন আপনি নিজ হাতে রান্না করবেন, তা দেখে সঙ্গীর মন অবশ্যই ভালো হয়ে যাবে।

>> একটি ছোট্ট উপহারও মন খারাপ ভালো করে দিতে পারে। উপহার পেলে কার না মন ভালো হয়?

Advertisement

প্রিয়জনের মন খারাপ থাকলে তাকে খুশি করতে ছোট্ট কোনো উপহার দিন। দেখবেন মন ভালো হয়ে যাবে তার।

>> সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়জনকে নিয়ে ভালো কিছু লিখুন। এটি হতে পারে নিজেদের মজার কোনো ঘটনা, রোমান্টিক কিংবা মধুর স্মৃতি।

এর মাধ্যমে তার প্রতি আপনার ভালোবাসা জানান। দেখবেন আপনার প্রিয় মানুষটি মনে মনে খুব খুশি হবেন।

>> প্রশংসা শুনতে কার না ভালো লাগে। প্রশংসার মাধ্যমে কঠিন মনকেও নরম করে তোলা যায়।

তাই প্রিয়জনের মন খারাপ থাকলে তার প্রশংসা করুন। দেখবেন এক সময় ঠিকই তার মন খারাপ দূর হয়ে যাবে।

>> প্রিয়জনের মন কেন খারাপ সে বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করুন। কারণ মনে পুষে রাখলে কোনো সমস্যারই সমাধান হবে না। তাই প্রিয়জনের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করুন।

দুজনে মিলে আলোচনা করুন সমস্যা কীভাবে সমাধান করা সম্ভব। সমস্যার কথা শেয়ার করলে তার মন আপনাআপনিই ভালো হয়ে যাবে।

জেএমএস/জেআইএম