দেশজুড়ে

সাদুল্যাপুরে হাটের দাবিতে অবস্থান কর্মসূচি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মিরপুরে শনিবার ও বুধবার দু’দিন গরু-ছাগল ও বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য কেনা বেচা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। রোববার দুপুরে ফরিদপুর, রসুলপুর ও জামালপুর ইউনিয়নের কয়েকশ’ মানুষ ট্রাক, পিকআপ, রিকশা, ভ্যান, অটোসহ অসংখ্য যানবাহনে করে ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে মিরপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে সাদুল্যাপুর উপজেলা সদরে প্রবেশ করে। এরপর বিক্ষোভ মিছিলটি সাদুল্যাপুর থেকে গাইবান্ধা জেলা শহরে প্রবেশ করে। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুর আজম মণ্ডল নিরব, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ মাহামুদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মিরপুর হাটবাজার ইজারাদার আতাউর রহমান রমু, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম লাল চাঁন, ব্যবসায়ী মাহাফুজার রহমান, বজলার রহমান বিপুল প্রমুখ।আধাঘণ্টা বিক্ষোভ সমাবেশ চলার পর তারা জেলা প্রশাসক মো. আবদুস সামাদের মাধ্যমে বিভাগীর কমিশনারের কাছে স্মারকলিপি দেন। জেলা প্রশাসক মিরপুর হাটে শনি ও বুধবার দু’দিন গরু-ছাগল ও বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর আগে একই দাবিতে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লা আল মামুন তালুকদারের কাছেও একটি স্মারকলিপি দেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মিরপুরের পার্শ্ববর্তী মাদারগঞ্জ হাটের ইজারাদার ও হাটের সঙ্গে জড়িতরা সাদুল্যাপুরের ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত টোল আদায়, দুর্ব্যবহার, জুলুম ও অন্যায়-অত্যাচার করেন। প্রায়ই তাদের হাতে ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীরা নির্যাতনে শিকার হতেন। সাদুল্যাপুরের মিরপুর হাটবাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত। ফরিদপুর, রসুলপুর ও জামালপুর ইউনিয়নসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও ব্যবসায়ীরা ওই হাটের উপর নির্ভরশীল। এসব এলাকার সর্বস্তরের মানুষের  দাবি মিরপুর হাটে গরু-ছাগল, ধান-পাট, সাইকেল, রিকশা-ভ্যানসহ সকল পণ্য ক্রয়-বিক্রয় করার সুযোগ দেয়া হোক। দাবি বাস্তবায়নের লক্ষ্যেই গত এক মাস ধরে সপ্তাহে শনি ও বুধবার মিরপুরে গরু-ছাগল, ধান-পাট, সাইকেল, রকেশা-ভ্যানসহ সকল পণ্য ক্রয়-বিক্রয় চলছে। বক্তারা অবিলম্বে মিরপুর হাটে সকল পণ্য ক্রয়-বিক্রয়ের অনুমতি প্রদানে বিভাগীর কমিশনারসহ সংশ্লিষ্ট প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ দাবি করেন। হাটটিতে ওইসব পণ্য বেচাকেনা  বন্ধে ষড়যন্ত্র করা হলে তা প্রতিহত করা হবে এবং মিরপুর হাট স্থায়ী করণের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেয়া হয়।অমিত দাশ/এমজেড/আরআইপি

Advertisement