খেলাধুলা

এখনও পজিটিভ জেমি সিডন্স, বাকি সবাই নেগেটিভ

দায়িত্ব পাওয়ার আগেই বাংলাদেশে এসে সর্বোচ্চ উৎসাহ-উদ্দীপনা দেখিয়েছেন। কিন্তু গত সপ্তাহে হঠাৎ কোভিড পজিটিভ হয়ে অন্তরালে টাইগারদের নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্স।

Advertisement

ধারণা করা হয়েছিল হয়তো এরই মধ্যে সুস্থ হয়ে উঠে জাতীয় দলের বহরের সঙ্গে রোববার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম যেতে পারবেন এ অস্ট্রেলিয়ান ব্যাটিং বিশেষজ্ঞ। কিন্তু এখনকার খবর, জাতীয় দলের সঙ্গে রোববার চট্টগ্রাম যাওয়া হচ্ছে না জেমি সিডন্সের।

কারণ এখনো করোনামুক্ত হননি জেমি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) অষ্টম দিনের টেস্টেও পজিটিভ জেমি। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী রাত পৌনে ১১টা নাগাদ জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

দেবাশিষ চৌধুরী জানান, 'শনিবার অষ্টম দিনে এসেও নেগেটিভ হননি জেমি। আজও টেস্টে পজিটিভ এসেছে তার।'

Advertisement

তিনি আরও জানান, জেমি ছাড়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ বহরের সবাই নেগেটিভ। আজ সবারই টেস্ট ছিল। সেখানে কেউ পজিটিভ হননি। তাই সবাই কাল রোববার সকাল ৮টার ফ্লাইটে চট্টগ্রাম যেতে পারবেন।

তাহলে জেমির কী হবে? দেবাশিষ চৌধুরীর ব্যাখ্যা, 'জেমিকে আমরা অন্তত আরও দুই-তিন দিন দেখবো। যদি কোনোরকম লক্ষণ না থাকে, তাহলে তাকে দলের সঙ্গে যোগ দেওয়ানো যায় কি না সে চিন্তাভাবনা চলছে।'

দেবাশিষ বোঝানোর চেষ্টা করলেন, কোনোরকম লক্ষণ না থাকলে বা অসুবিধা বোধ না করলে তাকে ১০ দিন পর আমরা বিশেষ বিবেচনায় আনতেও পারি। তবে সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়।

এআরবি/এসএএস/

Advertisement