মাগুরার শ্রীপুরে শপথ গ্রহণের পর তিন ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর কলেজ সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
গ্রেফতাররা হলেন- শ্রীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমান মণ্ডল, শ্রীকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএম শিহাব উদ্দিন বিশ্বাস ও আমলসার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফারুক হোসেন। তারা চতুর্থ ধাপের নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে শপথগ্রহণ শেষে তারা শ্রীপুর কলেজ সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। থানায় মামলা থাকায় পুলিশ তাদের খুঁজছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, গ্রেফতারদের নামে মারামারির মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে।
Advertisement
এর আগে আট ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার লিউজ-উল-জান্নাহ।
আরএইচ/জেআইএম