দেশজুড়ে

রামেকের করোনা ইউনিটে দুজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, রামেক করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে পাবনার একজন ও নাটোরের একজন করোনা উপসর্গে মারা গেছেন। এছাড়া করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মোট ৪৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ১৭ জন ও করোনা উপসর্গের রোগীর সংখ্যা ২৬ জন। গত ২৪ ঘণ্টায় তিন জন নতুন ভর্তি হলেও হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরেনি কেউ।

করোনা সংক্রমণের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ রয়েছে, রামেক ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। অন্যদিকে মেডিকেল কলেজ ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১৮ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীর ৭৮ জনের নমুনায় ৪ জন, জয়পুরহাটের ৯১ জনের নমুনায় ১১ জন ও নাটোরের ১৯ জনের নমুনায় ৩ জনের করোনা শনাক্ত হয়।

Advertisement

এদিকে রামেকের করোনা পর্যালোচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ, জয়পুরহাটে ১১ দশমিক ০৯ শতাংশ ও নাটোরে ১৫ দশমিক ৭৯ শতাংশ।

ফয়সাল আহমেদ/এফএ/এমএস