স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২.৭৯ শতাংশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৬৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৫ হাজার ৯৭৩ জনে এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৬২ জনে।

Advertisement

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দুই দশমিক ৭৯ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৬১ জন নগরের এবং আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে দুজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে আটজন, শেভরণ হাসপাতাল ল্যাবে ছয়জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে তিনজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে একজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে তিনজন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে আটজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Advertisement

মিজানুর রহমান/জেএইচ/এমএস