আন্তর্জাতিক

ভারত সহনশীল দেশ : তসলিমা নাসরিন

বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, ভারত সহনশীল দেশ। তবে অসহিষ্ণু কিছু মানুষ রয়েছে। শুধুমাত্র হিন্দু মৌলবাদীদের দিকে নয়, মুসলিম মৌলবাদীদের দিকেও দৃষ্টি রাখার এখনই সময়। মালদায় সাম্প্রতিক সহিষ্ণুতা নিয়ে শনিবার সন্ধ্যায় দিল্লিতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।তসলিমা নাসরিন বলেন, আমি মনে করি ভারত একটি সহনশীল দেশ। তবে দেশটির কিছু মানুষ অসহিষ্ণু। প্রত্যেক সমাজে এরকম কিছু মানুষ থাকে। তিনি বলেন, হিন্দু মৌলবাদ নিয়ে যখন কথা হয় তখন মুসলিম মৌলবাদীদের নিয়েও কথা বলতে হবে। বাংলাদেশের বিতর্কিত এই লেখিকা আরো বলেন, যদিও কিছু লোক বিরোধিতা করবে তারপরও যথাযথ বাক স্বাধীনতা প্রয়োজন। অবশ্যই নারীদের প্রতি বিদ্বেষ, ধর্মীয় মৌলবাদ ও সব ধরনের অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করা উচিত।বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা তার দ্বিখণ্ডিত ও লজ্জা নামে দুটি বই লিখে তোপের মুখে পড়েন। এরপর ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হন তিনি। এসআইএস/আরআইপি

Advertisement