গাজীপুর মহানগরীর হীরাশ্রম রেলগেট এলাকায় চুনভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝাল মুড়ি ও মুদির দোকানে ঢুকে যায়। এতে নানা-নাতিসহ তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন। রোববার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকার হাছেন আলী (৭০) ও তার নাতি জুবায়ের (৮মাস) এবং মোসলেম (৫৫)।ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, দুপুরে জয়দেবপুর চৌরাস্তার ভোগড়া বাইপাসগামী চুনভর্তি ট্রাক ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উত্তর পাশে খাদের উপর (টিন ও কাঠ দিয়ে) নির্মিত কয়েকটি টং দোকানের ভিতরে ঢুকে যায়। এ সময় দোকানসহ ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঝাল মুড়ির দোকান, মোটরসাইকেল গ্যারেজ ও একটি মোবাইলের ফ্লেক্সিলোডের দোকান সম্পূর্ণ ভেঙ্গে যায়। এ সময় ঝাল মুড়ি দোকানের মালিক হাছেন আলী মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাতি জুবায়েরকে মৃত ঘোষণা করেন। বিকেলে গুরুতর আহত নার্গিস আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা জাহান।প্রত্যক্ষদর্শী ধীরাশ্রম এলাকার বাসিন্দা মুজিবুর রহমান জানান, পূর্ব ধীরাশ্রম এলাকার ট্রাকচালক নিহত হয়েছেন। তবে পুলিশ তা নিশ্চিত করতে পারেননি। দুর্ঘটনার পর ঢাকা-বাইপাস সড়কে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিকেল ৪টার দিকে পুলিশ রেকার দিয়ে ট্রাকটি উদ্ধার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।আমিনুল ইসলাম/এসএস/এমএস/এআরএ/আরআইপি
Advertisement