দেশজুড়ে

ফতুল্লায় স্টিল মিল বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নোটিশ ছাড়াই স্টিল মিল বন্ধ করার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে। এ সময় তারা বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। রোববার দুপুরে বন্ধকৃত স্টিল মিলের সামনে থেকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে প্রদক্ষিণ করে ফতুল্লা মডেল থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। বিক্ষোভের নেতৃত্বদানকারী রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম কাদির বলেন, ফতুল্লার হরিহরপাড়ায় অবস্থিত মিনান স্টিল মিলের শ্রমিকরা দক্ষতা ও সততার সঙ্গে কাজ করে আসছিল। কিন্তু মালিক কর্তৃপক্ষ আগে কোনো নোটিশ না দিয়ে এবং শ্রমিককে চাকরির ক্ষতিপূরণ না দিয়ে বেআইনিভাবে গত বৃহস্পতিবার কারাখানা বন্ধ ঘোষণা করেন। তারই প্রতিবাদে শ্রমিকরা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে। অভিলম্বে বন্ধ কারাখানা খুলে না দিলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। তিনি আরও  জানান, কারখানার বর্তমান শ্রমিকদের অনৈতিকভাবে বাদ দিয়ে মালিকপক্ষ বহিরাগতদের দিয়ে কারাখানাটি পুনরায় চালু করার পায়তারা চালাচ্ছে।ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মিনান স্টিল মিলের শ্রমিকরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।     শাহাদাত হোসেন/এসএস/আরআইপি

Advertisement